জনগণের বিপক্ষে কাজ করলে ৫ আগস্টের মতো পরিণতি হবে, নেতাকর্মীদের প্রতি তারেক রহমান

জনগণের বিপক্ষে কাজ করলে ৫ আগস্টের মতো পরিণতি হবে, নেতাকর্মীদের প্রতি তারেক রহমান

 

জনগণের বিপক্ষে কাজ করলে ৫ আগস্টের মতোই পরিণতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৮ জানুয়ারি) খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে বিএনপির কর্মশালায় দলটির নেতাকর্মীদের উদ্দেশে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চাইছে, এই আস্থা যারা নষ্ট করবে তারা ছাড় পাবে না। জনগণের বিপক্ষে কাজ করলে কি হয় ৫ আগষ্ট তার প্রমাণ। বাংলাদেশের জনগণ বিএনপির ওপর আস্থা রাখতে চাইছে। এই আস্থা যেসব নেতাকর্মী নষ্ট করতে চাইবে তাকে দলের পক্ষ থেকে বহিস্কার করা হবে। এবং এখানে আমাদের স্বার্থপর হতে হবে। অনেক ত্যাগের মধ্য দিয়ে আমরা আজ এখানে এসে দাঁড়িয়েছিবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি সরকারে ক্ষমতায় গেলে যেসব নেতাকর্মী দলের ভাবমূর্তি, চাঁদাবাজি ও বিভিন্ন অপকর্মে জড়িত তাদের বহিস্কারের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যায়ের ব্যাপারে বিন্দুমাত্র প্রশ্রয় দেয়া হবে না।

জনগণের কাছে ৩১ দফা তুলে ধরার আহ্বান জানিয়ে দলটির নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, জনগণকে সঙ্গে নিয়ে আপনার কাজ চালিয়ে যান। জনগণই হচ্ছে আমাদের শক্তি। জনগণের বিপক্ষে কাজ করলে কি হয় ৫ আগষ্ট তার প্রমাণসাতক্ষীরা শহরের কামালনগরস্থ তুফান কনভেনশান সেন্টারে আয়োজিত সাতক্ষীরা জেলা বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজনে যুক্ত হন তারেক রহমান।

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেকার আহমেদের সভাপতিত্ব কর্মশালায় বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, সাবেক এমপি হাবিবুল ইসলাম, ডা. শহিদুল আলম, কাজী আলাউদ্দীন, কেন্দ্রীয় বিএনপি সদস্য আতিকুর রহমান রুমন, রেহেনা আখতার রানু, মাহমুদা হাবিবা, রহমাতুল্লাহ পলাশ, তারিকুল হাসান প্রমূখ।।।

© 2025 Organic Agro BD. All rights reserved.

 

All content, including text, images, graphics, and other materials published on this website, is the intellectual property of Organic Agro BD, unless otherwise stated. Unauthorized copying, reproduction, redistribution, or modification of any content without prior written permission from ADC Hridoy Hasan is strictly prohibited.

 

If you wish to use any content from this website, you must obtain explicit permission from the owner. Unauthorized use may result in legal action.

 

For copyright inquiries or permission requests, please contact: admin@organicagrobd.com

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *