মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে মেডিকেলের ফল পুনঃপ্রকাশের দাবি আন্দোলনকারীদের

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় ‘অযৌক্তিক’ কোটা ব্যবস্থার নিরসন ও ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করে পুনরায় তা প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন সর্বস্তরের শিক্ষার্থীরা।সোমবার (২০ জানুয়ারি) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে আন্দোলনরত

শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে আজকের মধ্যে ফলাফল পুনঃপ্রকাশ না করলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।মেডিকেল, ডেন্টাল ও সব বিশ্ববিদ্যালয় এবং স্কুলসহ সকল শিক্ষার্থী বলতে চাই, সবার পক্ষ থেকে একটা দাবি জানাতে চাই, আমাদের আজকের দিনের মতো একটা যে দাবি ছিল, মেডিকেলের যে ফল প্রকাশ করা হয়েছে তা আজকের মধ্যে বাতিল করতে হবে। শুধু বাতিল করলে চলবে না, মুক্তিযোদ্ধা নামক কোটা রেখে এ প্রহসনকে বাতিল করে ফলাফল পুনঃপ্রকাশ করতে হবে। আমরা মেডিকেল ও ডেন্টালে কোনো মুক্তিযোদ্ধা কোটা চাই না। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথেও কথা বলে জেনেছি তারা এটা চান না।সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন শিক্ষার্থীরা। কোটা বাতিলের দাবিতে দেয়া স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ।

 

কোটার কারণে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছে উল্লেখ করে আন্দোলনরত শিক্ষার্থীরা আরও জানান, চিকিৎসক হতে চাইলে যোগ্যতার কোনো বিকল্প নেই। প্রতিযোগিতায় অযোগ্য শিক্ষার্থীদের সুযোগ দিলে ভবিষ্যতে চিকিৎসা ব্যবস্থা ঝুঁকির মুখে পড়বে বলে মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *